টঙ্গীবাড়ী প্রতিনিধি: টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের পশ্চিম আড়িয়ল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন স্বেচ্ছাসেবী সংগঠক অনিক শেখ। দীর্ঘদিন ধরে তিনি একাধিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
বর্তমানে অনিক শেখ নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় সদস্য, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক, সুজন—সুশাসনের জন্য নাগরিক মুন্সীগঞ্জ জেলা কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক, দুর্নীতি প্রতিরোধ কমিটি টঙ্গীবাড়ী-এর সদস্য, সবুজ কুঁড়ি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা-এর দুর্যোগ বিষয়ক সম্পাদক, টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন-এর সদস্য, আড়িয়ল সেবা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সেবার ফেরিওয়ালা যুব সংঘ-এর প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি সম্মানী ভাতাপ্রাপ্ত বাংলাদেশ আনসার ও ভিডিপি’র আড়িয়ল ইউনিয়ন দলনেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শৈশবকাল থেকেই স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত অনিক শেখ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে টঙ্গীবাড়ী উপজেলায় অক্সিজেন সংকট মোকাবিলায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। তার পরিচালিত সংগঠন সেবার ফেরিওয়ালা-এর উদ্যোগে একটি মাত্র ফোনকলেই অক্সিজেন সিলিন্ডার রোগীর বাড়িতে পৌঁছে দিয়ে সংযোগ নিশ্চিত করা হতো। জরুরী ঔষধের প্রয়োজনে বাই সাইকেল এ করে ঔষধ এনে পৌছে দিতেন বাড়িতে বাড়িতে। এ সেবার জন্য টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের উদ্দেশ্যে চালু করা হয় হটলাইন নম্বর ০১৬৪২০০০০৬১। প্রয়োজন জানালেই আনসার ও ভিডিপি দলনেতা অনিক শেখের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীরা দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান করতেন।
এ প্রসঙ্গে অনিক শেখ বলেন,
“মানবিক দৃষ্টিকোণ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছি। বর্তমানে করোনার প্রকোপ না থাকলেও অক্সিজেন সেবার পাশাপাশি নেবুলাইজার মেশিন ও কিছু থেরাপি মেশিন রাখা হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী মানুষ বাড়িতে ব্যবহার করতে পারে। প্রত্যন্ত গ্রামে রোগীদের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে—এই চিন্তা থেকেই উদ্যোগটি নেওয়া।”
করোনাকালীন সময়ে তৎকালীন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মত হাসিনা আক্তার উপজেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে কুইক রেসপন্স টিম গঠন করেন। সেখানে অনিক শেখ ছিলেন ১ নম্বর সদস্য।
এলাকা থেকে এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগে অনিক শেখের নেতৃত্বে আড়িয়ল ও আউটশাহী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টগুলোতে অপ্রয়োজনীয় চলাচল নিরুৎসাহিত করা হয় এবং জরুরি সেবা ব্যতীত কাউকে পারাপারের অনুমতি দেওয়া হয়নি।
টঙ্গীবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মৃধাবলেন, “করোনা প্রতিরোধে শুরু থেকেই অনিক শেখ সক্রিয়ভাবে কাজ করে আসছেন। জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক ও লিফলেট বিতরণ, লকডাউনে ত্রাণ, জরুরি ওষুধ সরবরাহ এবং বর্তমানেও প্রশংসনীয় বিনামূল্যের অক্সিজেন সেবা প্রদান করে চলেছেন তিনি।”