টঙ্গীবাড়ী প্রতিনিধি:
সহীহ ঈমান-আমল গঠন ও আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মটুকপুর আশরাফুল উলুম মাদরাসায় ইসলাহী জোড় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে এই ইসলাহী জোর শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন আওলাদে রাসুল, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর দৌহিত্র আল্লামা সাইয়েদ মাওদুদ মাদানী, (দেওবন্দ, ভারত)।
প্রধান অতিথির বয়ানে আল্লামা সাইয়েদ মাওদুদ মাদানী বলেন, একজন মানুষের প্রকৃত পরিবর্তন শুরু হয় তার নিজের ভেতর থেকে। নিজের মন ও আমল সংশোধন ছাড়া পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র—কোনো কিছুই সঠিক পথে আনা সম্ভব নয়। তিনি বলেন, ধর্মীয়ভাবে নিজেকে গড়ে তুলতে পারলেই মানুষ শুদ্ধ জীবন ও সুশৃঙ্খল সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, ঈমানের দৃঢ়তা ও আমলের শুদ্ধতা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। আত্মশুদ্ধির এই চর্চা ব্যক্তি জীবন থেকে সমাজ পর্যন্ত শান্তি ও কল্যাণ বয়ে আনে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুহতামিম, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া মাদরাসা, আরজাবাদ, মাওলানা আব্দুল হান্নান এবং মাওলানা মুফতি কামাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মটুকপুর আশরাফুল উলুম মাদরাসার সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা।
ইসলাহী জোরে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও আত্মশুদ্ধিমূলক আলোচনায় পুরো আয়োজনে ভাবগম্ভীর পরিবেশ তৈরি হয়।