মুন্সীগঞ্জে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ডিসেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ সদর উপজেলার সুবাসপুর বছিরন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন বনাম আদর্শ রক্তদান সংস্থা মুন্সীগঞ্জ এর মধ্যকার প্রীতি ম্যাচে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন জয়ী হয়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১৬০ রান সংগ্রহ করে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন। ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে আদর্শ রক্তদান সংস্থা মুন্সীগঞ্জ ১১৫ রান করতে সক্ষম হয়। ফলে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন ৪৫ রানে জয়ী হয়। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ শাহিন শেখ, আদর্শ রক্তদান সংস্থা'র দলনেতা ফকির মোহাম্মদ সাকিব, দপ্তর সম্পাদক ইকরামুল হাসান রনি, উপদল নেতা সঞ্জিদ মাহমুদ চৌধুরী এবং স্বেচ্ছাসেবী সদস্য তাসিন আল নাবিল প্রান্ত, আমিনুল, সাইদুলসহ অন্যান্য সদস্যরা। ম্যাচ পরিচালনা করেন সাজ্জাদ হোসেন।
মহান বিজয় দিবসের চেতনায় আয়োজিত এই প্রীতি ক্রিকেট ম্যাচ খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ঐক্য ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ।