
টঙ্গীবাড়ী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মোঃ মাজেদুল ইসলাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪:৩০ মিনিটে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক ভাবে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে মাজেদ বলেন, জনগণের অধিকার, উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ-২ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে।