আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সোমবার (২৯ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার পর ফজলুল করিম বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার করেন তিনি।