
টঙ্গীবাড়ী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ এর পক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম,এ,জামান এপোলোর বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, গণতান্ত্রিক পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় ইউপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।