
নিজেস্ব প্রতিনিধি: টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন বিএনপির পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় পাঁচগাও বাজারে মোল্লা মার্কেট সংলগ্ন এ অফিস উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান মো. মনিরুজ্জামান মনির, ভিপি আব্দুল হাই, আকতার হোসেন লাকুরিয়া, দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, পাঁচগাও ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুর সাত্তার মোল্লা, ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার রাঢ়ী, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, বিক্রমপুর টঙ্গীবাড়ি ডিগ্রি কলেজ এর সাবেক আহবায়ক তানভীর মল্লিক, বিটি কলেজ ছাত্রদলের সভাপতি নিশাদ সহ ইউনিয়ন বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।