টঙ্গীবাড়ি প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সিলিন্ডার গ্যাস অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দিঘিরপাড় বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ইকবাল হোসেন, মো. ফারুক হোসেন, লিটন হালদার, রুবেল হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী ১২ কেজির সিলিন্ডার গ্যাস ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি করছেন। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।
ব্যবসায়ীরা দাবি করেন, তারাও বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন। দিঘিরপাড় বাজারের গ্যাস ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, “আমরা ধলাগাঁও বাজারের জাকির হোসেনের গাড়ি থেকে গ্যাস সংগ্রহ করি। সেখান থেকেই প্রতি সিলিন্ডার ১ হাজার ৬০০ টাকা দরে কিনেছি। তাই কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।”
আরেক ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, “জাকিরের গাড়ি থেকেই গ্যাস নিই। ফয়সাল নামের একজন আমাদের গ্যাস সরবরাহ করে গেছে। তাদের কাছ থেকে প্রতি সিলিন্ডার ১ হাজার ৮০০ টাকা দামে কিনেছি।” আমার কাছ থেকে গ্যাস নিতে হলে একদাম ১ হাজার ৮শ ৫০টাকা দিয়ে নিতে হবে। যদি দামাদামি করেন তাহলে ২হাজার টাকা।
এদিকে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। অভিযোগ সত্য হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”