
নিজেস্ব প্রতিনিধি:
গতকাল বুধবার ৭ জানুয়ারি, টঙ্গীবাড়ী উপজেলার আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ মর্তোজা আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুরাইয়া মমতাজ। প্রতিযোগিতায় মোট ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট বালক বড় দলের ১৫০০ মিটার দৌড়ে নিতিরা ফজুশাহ্ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ জিহাদ শেখ প্রথম স্থান অর্জন করেন। এছাড়া দড়ি লাফ প্রতিযোগিতায় একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অনন্যা আক্তার প্রথম স্থান লাভ করেন। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে মোট আটটি পুরস্কার অর্জন করেন তারা।
এ সাফল্যে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকসহ শিক্ষক, কর্মচারীরা শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।