টঙ্গীবাড়ী প্রতিনিধি –
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দশ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। টঙ্গীবাড়ী থানায় মামলা হয়েছে।
জানাযায় নির্যাতিতা শিশুটি (৯) বৃহস্পতিবার( ৮ জানুয়ারি) সন্ধ্যায় দোকান হতে খাবার কিনে খাওয়ার জন্য উপজেলার কাজী মার্কেটের সামনে যায়।
এ সময় অভিযুক্ত সৌরভ ঢালী (১৯) নির্যাতনের শিকার শিশুটিকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে টংগিবাড়ী উপজেলা কমপ্লেক্স এর ভিতর প্রকল্প বাস্তবায়ন অফিসের টিনসেড গোডাউনের পিছনে নিয়া মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।
নির্যাতিতা শিশু চিৎকার করলে আশ পাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সৌরভ ঢালী তাকে ছেড়ে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অভিযুক্ত সৌরভ আমতলী গ্রামের মনির ঢালির ছেলে।
পরে শিশুটি তার মায়ের কাছে বিস্তারিত খুলে বললে মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে আটক করে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, এ ঘটনায় ইতিমধ্যে থানায় মামলা হয়েছে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আগামীকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।