টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় ধীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লার বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, সহ সভাপতি আকতার হোসেন মোল্লা।
আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য পাপিয়া ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি নুর ইসলাম বেপারী, জহিরুল ইসলাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকো, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শহীদ মজুমদার, বিএনপি নেতা তপন ঢালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন শেখ।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।