
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন বাজার ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
টঙ্গীবাড়ী প্রতিনিধি: তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে শীতের রাতে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন বাজারে কর্মরত দিনমজুর, রিকশাচালক, ভাসমান মানুষ ও পথচারীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতায় নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে থাকায় তাদের সামান্য উষ্ণতা দিতে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো.মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, সিনিয়র সহ সভাপতি টিটু চৌধুরী, কোষাধ্যক্ষ আপন সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, টঙ্গীবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.জসিম শেখ, সাংবাদিক মাসুম হাসান আফিফ, অনিক শেখ সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতকাল জুড়ে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।
কম্বল পেয়ে শীতার্ত মানুষরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।