
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দিঘিরপাড় মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় মাদ্রাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুনর্মিলনী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ, অনুষ্ঠানসূচি, অর্থনৈতিক বিষয়, অতিথি আমন্ত্রণ, রেজিস্ট্রেশন পদ্ধতি এবং বিভিন্ন উপকমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ ও মতবিনিময়ের সুযোগ তৈরি করাই এই পুনর্মিলনীর মূল উদ্দেশ্য। একই সঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে কীভাবে প্রাক্তন শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারেন সে বিষয়েও আলোচনা করা হয়।
সভা শেষে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হয় এবং অল্প সময়ের মধ্যেই পুনর্মিলনী অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়
সভায় সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা আঃ ছামাদ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, মাদরাসার ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান প্রাক্তন ছাত্র পরিষদ এর সম্মানিত সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন আনোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জলিল জাব্বার আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও মিরকাদিম পৌরসভার কাজী মাওলানা মোঃ সোহরাব হোসাইন, লেখক ও সাংবাদিক মোঃ হোসেন খান, পল্লী চিকিৎসক মোঃ মাহবুব খান, টঙ্গীবাড়ি ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার
মোঃ দেলোয়ার হোসাইন, মোঃ মনিরুল ইসলাম, ঢাকা জর্জ কোর্টের এডভোকেট মোঃ আব্দুল্লাহ শুয়াইব, মাওলানা মোঃ ইমাম হোসাইন, মাওলানা মোঃ সাদ্দাম হোসাইন, সহকারী কাজী মাওলানা মোঃ আব্দুল বারেক হোসাইন, রামপাল কলেজের প্রভাষক মোঃ আইয়ুব আলী।
এছাড়া মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্র সংসদের সদস্যরা অংশগ্রহণ করেন।