
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি–২০২৫ পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত মোট ১৪৬ শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।
সপ্তম থেকে দশম শ্রেণির সাধারণ ও ট্যালেন্টপুল বিভাগে বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদপত্র, সম্মাননা স্মারক এবং নগদ আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান সরদার, সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুন্সি সিরাজুল হক, কর্পোরেট প্রশিক্ষক ও আবেগিক বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ অধ্যাপক এস.এম. আরিফুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মারুফা আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্ম-যাচাই এবং মানোন্নয়নের লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করছি। উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, গত বছর ১ নভেম্বর জেলার ছয়টি উপজেলায় একযোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে টানা চতুর্থবারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মজিবুর টিম্বার অ্যান্ড স’মিল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার ১৩২টি বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির মোট ১,৯৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।