
আজ ১৩ জানুয়ারি (মঙ্গলবার), মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী ।
এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জনাব মারজানা আক্তার সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এসময় তিনি জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়, কালেক্টরেট কিশলয় স্কুল এবং মুন্সীগঞ্জ কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে তিনি শিক্ষার্থীদের শিক্ষামান যাচাই করেন এবং শিক্ষকদের তদনুযায়ী শিক্ষামান উন্নয়নে পরামর্শ প্রদান করেন।
উপস্থিত সকলকে এইসময় গণভোটের বিষয়ে অবগত করা হয়।