মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গভীর রাতে খড়ের কুড়ায় অগ্নিসংযোগ করে বসতঘর পুড়িয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে স্থানীয় মৃত রফিজউদ্দিন শেখের ছেলে জুয়েল শেখ (৩০) কে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাঘবাড়ি গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী তাজুল ইসলাম। তিনি জানান, তিনি ঢাকায় বসবাস করলেও তার ভাইয়েরা গ্রামের বাড়িতে থাকেন। গত রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ফোনে জানতে পারেন বাড়ির খড়ের কুড়ায় আগুন লেগেছে। খবর পেয়ে তিনি দ্রুত পরিচিতজনদের বিষয়টি জানান। পরে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
এলাকাবাসী জানান, রাতের আঁধারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় খড়ের কুড়ায় দাউ দাউ করে আগুন জ্বলছে। সৌভাগ্যক্রমে বাতাস অন্যদিকে থাকায় আগুন বসতঘরে ছড়িয়ে পড়েনি। অল্পের জন্য পাশের প্রায় সাতটি ঘর আগুনের হাত থেকে রক্ষা পায়।
এ বিষয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।