জসিম শেখ টঙ্গীবাড়ি প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অনুষ্ঠিত মটুকপুর প্রিমিয়ার লীগ সিক্স-এ-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফয়সাল একাদশ।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৭টায় উপজেলার ধীপুর হাওলাদার বাড়ি মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় রোমান একাদশ বনাম ফয়সাল একাদশ। টসে জিতে ফয়সাল একাদশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৮ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রোমান একাদশ ১০৪ রান সংগ্রহ করে। পরে লক্ষ্য তাড়া করতে নেমে ফয়সাল একাদশ দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে রোমান একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী দল ফয়সাল একাদশ ও রানার্সআপ দল রোমান একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, সমাজসেবক নুর ইসলাম হাওলাদার, আমিন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাদল মিঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু সহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুদ্দিন চোকদার (জুয়েল)।
টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি খেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।