
নিজেস্ব প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩৪ পিস ইয়াবাসহ রিপন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে বালুয়াকান্দি পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।