
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ৩নং ওয়ার্ডের বেহেরপাড়া গ্রাম ও বাজার এলাকায় সম্প্রতি চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দিঘিরপাড় বাজার এলাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাইজুল ইসলাম। তিনি বলেন, “বাজার ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই কিংবা মাদকসংক্রান্ত যেকোনো অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের সহযোগিতা ছাড়া একা পুলিশের পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন এবং বিএনপি টঙ্গীবাড়ি উপজেলা যুগ্ম আহ্বায়ক লিখন খান। বক্তারা অপরাধ দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন তৌহিদ খান। তিনি বলেন, “দিঘিরপাড়কে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে হলে কমিটির সদস্য, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।”সভা সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ডের সদস্য খোন হালদার।
সভায় সাম্প্রতিক চুরির ঘটনায় ভুক্তভোগীদের বক্তব্যও শোনা হয়। চরবেহেরপাড়া গ্রামের বাসিন্দা আলম মাদবর বলেন, “গত সপ্তাহে গভীর রাতে আমার গোয়ালঘর থেকে গরু চুরি হয়েছিল। আগে এলাকায় এমন ঘটনা খুব কম ছিল, এখন প্রায়ই ঘটছে।”
আরেক ভুক্তভোগী গৃহবধূ সুমন দেওয়ান বলেন, “রাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় পরিবার নিয়ে আতঙ্কে থাকতে হচ্ছে।”
স্থানীয় ব্যবসায়ী শহিদ খান জানান, “বাজার এলাকায় সন্ধ্যার পর কিছু অচেনা লোক ঘোরাফেরা করে। এতে ব্যবসা পরিচালনায় ভয় কাজ করছে।”
সভা শেষে পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং নিয়মিত নজরদারি জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।