
আজ ১৮ জানুয়ারি (রবিবার), জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, মুন্সীগঞ্জ এর সম্মেলন কক্ষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিতব্য গণভোটে অংশগ্রহণ নিশ্চিতকল্পে জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানগণকে নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী ।
এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার জনাব মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
উক্ত সভায় সভাপতি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর সাথে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট সংবিধান সংস্কার, জুলাই সনদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নতুন বাংলাদেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক ভূমিকা পালন করবে। তাই গণভোট বিষয়ে প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে অবহিত করতে হবে।